প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪
তজুমদ্দিনে ছাত্রদলের মৌন মিছিল স্মরণ সভা
তজুমদ্দিন প্রতিনিধিঃ
ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে বর্বর সন্ত্রাসী ছাত্রলীগের নির্মম নির্যাতনে বুয়েট তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্র্থী দেশপ্রেমীক শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রাসেল আহমেদের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে মৌন মিছিলটি বের হয়ে শশীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান মমিন, যুগ্ম আহবায়ক মোঃ সজিব, মিজান চৌধুরীসহ সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।