তজুমদ্দিনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
ভোলার তজুমদ্দিনের মেঘনায় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া ২ জেলের এক জনের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া জেলে মোঃ বেল্লাল মাঝি (৩৫) উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের আঃ মালেকের ছেলে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে কলাতলী এলাকার মেঘনায় জেলেরা ভাসমান অবস্থায় বেল্লাল মাঝির লাশ পেয়ে মনপুরা কোস্ট গার্ডের সদস্যদের সহায়তায় উদ্ধার করেন। শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে মেঘনায় অর্ধশত নৌকা ডুবির ফলে বেল্লাল মাঝি ও আল আমিন নামে দুই জেলে নিখোঁজ হয়েছিল।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, শুক্রবার রাতে প্রায় ২০ মিনিট উপজেলা ব্যাপী আকস্মিক ঝড় বয়ে যায়। এসময় ঝড়ের কবলে পড়ে নদীতে মাছ ধরারত প্রায় ৫০টি নৌকা ডুবে যায়। জেলেরা উদ্ধার করে কয়েক জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেছেন। তখন আল আমিন (৩০) ও বেল্লাল মাঝি (৩৫) নামে দুই জেলে নিখোঁজ হয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ জানান, আকস্মিক ঘূর্ণিঝড়ে স্লইজঘাট এলাকার প্রায় ২৫টি দোকান বিধ্বস্ত হয়। উপজেলার বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান, বাড়িঘর, ফসলী জমি ও গাছপালা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। জেলা প্রশাসক মহোদয়কে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণে উপজেলা প্রশাসন কাজ শুরু করেছে।