তজুমদ্দিনে ৫৩ জন ডাটাবেজ অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কার্যক্রম সমাপ্ত
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭(ঝ) ধারা ব্যত্যয় ঘটিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)এর অনুমোদন বিহীন গেজেট নিয়মিত করণের লক্ষে তজুমদ্দিন উপজেলায় ডাটাবেজ অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই করণের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বাচাই পর্বে ৫৩ জন ডাটাবেজ অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধার সাক্ষাতকার গ্রহন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জামুকার চেয়ারম্যান কর্তৃক মনোনীত সভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম খায়রুল আলম ভুলু, মাননীয় সংসদ সদস্য কর্তৃক মনোনীত সদস্য বীর মুক্তিযুদ্ধা ফখরুল আলম জাহাঙ্গীর, ভোলা জেলা প্রশাসক কর্তৃক মনোনীত সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক-সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রল্লব কুমার হাজরা। এছাড়া স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও যুদ্ধকালীন সাক্ষীগণ উপস্থিত ছিলেন।