তজুমদ্দিনে খামারীদের ৩ দিনের প্রশিক্ষণ সমাপ্ত
তজুমদ্দিন প্রতিনিধি।
আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের অর্থায়নে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ভোলার তজুমদ্দিনে মাঠ পর্যায়ের সুফলভোগী খামারীদের আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার (২৫ জানুয়ারী) সকাল ১০ টায় প্রাণিসম্পদ হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী দিনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকারের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল, ভেটেরিনারি সার্জন ডা. মোঃ সাইফুল আজম চাঁদপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইসতিয়াক হাসান প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ২৫ জন গরু মোটাতাজা করণ খামারী অংশ গ্রহণ করেন।
ছবি ক্যাপশন ঃ প্রশিক্ষণে বক্তৃতা করছেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল।