তজুমোদ্দিন থানা দিন মাদকসহ ২ জন আটক।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১

ডেক্স নিউজ ঃ

 

অদ্য ২১-০৯-২০২১ তারিখ ১৪.৩০ ঘটিকায় সময় এসআই (নিঃ)/ মোঃ আসাদুজ্জামান খান জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া তজুমদ্দিন থানাধীন শম্ভুপুর ইউপি এলাকার ০৯নং ওয়ার্ডস্থ মোঃ আলী ফরাজী বাড়ীর দরজার সামনে সৈয়দ রেজাউল করিম হাফিজিয়া মাদ্রাসার উত্তর পূর্ব কোনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ রাকিব মিঝি (২৫), পিতা-মোঃ হারুন মিঝি, মাতা-আনোয়ারা বেগম, ০২। মোঃ শাহাবুদ্দিন (২৮), পিত-মোঃ নুরুজ্জামান ফরাজী, মাতা-শাহিনুর বেগম, উভয় সাং-কোরালমাড়া, ০৯নং ওয়ার্ড, থানা-তজুমদ্দিন, জেলা-ভোলাদ্বয়ের নিকট হইতে (১০০+৮০)=১৮০ (একশত আশি) পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।