প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪
লালমোহনে শহীদি মার্চ কর্মসূচি অনুষ্ঠিত
লালমোহন প্রতিনিধিঃ
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তিতে দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের এবং গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে ভোলার লালমোহনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ‘শহীদি মার্চ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে মিছিল সহকারে র্যালি বের করা হয়। র্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে সরকারি শাহবাজপুর কলেজ মাঠের শহিদ মিনারে গিয়ে শেষ হয়।