প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪
বোরহানউদ্দিনে শহীদি মার্চ কর্মসূচি অনুষ্ঠিত
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের এক মাস পূর্ণ হলো বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)। আন্দোলন-গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এদিন সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারই অংশ হিসাবে ভোলার বোরহানউদ্দিন উপজেলা মডেল মসজিদের সামনে থেকে একটি র্যালি বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
এর আগে আসরের নামাজ শেষ করে আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে বোরহানউদ্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মী সহ ছাত্র জনতা উপস্থিত ছিলেন।