‘মুগ্ধনগর’ করার দাবি উত্তরা এলাকার নাম

স্টাফ রিপোর্টারঃ
ঢাকার উত্তরা এলাকার নাম ‘মুগধনগর’ করার দাবি জানিয়েছে ১২ দলীয় জোট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ দাবি জানান জোট নেতারা। শনিবার (৩১ আগস্ট) বিকেলে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ১২-দলীয় জোটের নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জোটের মুখপাত্র শাহাদাত হোসেন।
তিনি বলেন, “আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে করার প্রস্তাব করেছি। আর মুগ্ধকে স্মরণ করার জন্য উত্তরাকে মুগ্ধনগর করতে প্রস্তাব করেছি।”
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানোর সমালোচনা করেন শাহাদাত হোসেন। তিনি বলেন, “এই জি এম কাদের গং ছলে-বলে- কৌশলে গণতন্ত্রকে হত্যা করেছে।”
উল্লেখ্য, গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ (২৫)। দুই দিন পর ১৮ জুলাই ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে মারা যান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) প্রফেশনাল এমবিএ করছিলেন।