মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা ৮ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ করছেন।

ভোলার কথা
রিয়াজ মাহমুদ, সিনিয়র স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪

রিয়াজ মাহমুদ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বিসিএস মৎস্য ক্যাডারের কর্মকর্তারা, মৎস্য অধিদপ্তরের আওতাধীন এনএটিপি-২ এর সম্প্রসারণ কর্মকর্তা (মৎস্য) কল্যাণ ফোরাম, বৈষম্যমুক্ত ও সমৃদ্ধ মৎস্য সেক্টর গড়তে এবং বিসিএস মৎস্য ক্যাডারের বিদ্যমান বৈষম্য দূরীকরণে দাবি নিয়ে মানববন্ধন ও সমাবেশ আয়োজন করেন বিসিএস মৎস্য ক্যাডারের কর্মকর্তারা। এ সময় তারা নিজেদের ৮ দফা দাবি তুলে ধরেন।

তাদের ৮ দফা দাবিগুলো হলো:

সব গ্রেডে পদোন্নতি-বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা এবং ব্যাচ-ভিত্তিক যথা সময়ে পদোন্নতি নিশ্চিত করা; ২০১৫ সালে অর্গানোগ্রামে সৃজনকৃত ৩৯৫টি মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তার পদ বিসিএস (ফিসারিজ) কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলস এ অন্তর্ভুক্ত করা এবং দ্রুত নিয়োগ প্রদান করা; মৎস্য অধিদপ্তরের বিদ্যমান নিয়োগবিধি হালনাগাদ করে অবিলম্বে চূড়ান্তকরণের ব্যবস্থা গ্রহণ; সম্প্রসারণ কার্যক্রম ও মৎস্য আইন সফলভাবে বাস্তবায়নের নিমিত্ত উপজেলা পর্যায় পর্যন্ত কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় গাড়ির সংস্থান রেখে হালনাগাদ করা; মাঠপর্যায়ে বিদ্যমান মৎস্য আইন বাস্তবায়নে জটিলতা দূরীকরণে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের প্রশাসনিক জরিমানা করার ক্ষমতা প্রদান পূর্বক মৎস্য আইন সমূহ সংশোধন করা; মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়’র কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় ও যৌক্তিক পদ সৃজন করে বিদ্যমান অর্গানোগ্রাম হালনাগাদ করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; ইলিশ সংরক্ষণ ও হাওর এলাকায় মৎস্য সম্পদ সংরক্ষণে সুষ্ঠুভাবে আইন প্রয়োগে প্রয়োজনীয় জলযান ও অন্যান্য লজিস্টিক এবং সংশ্লিষ্ট এলাকার কর্মকর্তা ও কর্মচারীদের ঝুঁকি-ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা এবং কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ আমিষ সরবরাহ ও মাছের উৎপাদন বৃদ্ধির নিমিত্ত মৎস্য অধিদপ্তরের আওতায় দেশব্যাপী যুগোপযোগী প্রকল্প গ্রহণ করা।

“বৈষম্য নিপাত যাক, দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিয়ে মৎস্য অধিদপ্তর এগিয়ে যাক” স্লোগান নিয়ে মৎস্য অধিদপ্তরের এনএটিপি-২ প্রকল্পের দক্ষ ও প্রশিক্ষিত সম্প্রসারণ কর্মকর্তাদের অতিদ্রুত আত্তীকরণ বা রাজস্ব করণ করে বৈষম্য নিরসন ও অধিদপ্তরের সার্বিক উন্নয়ন’র দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মৎস্য অধিদফতরের আওতাধীন এনএটিপি-২ এর সম্প্রসারণ কর্মকর্তা (মৎস) কল্যাণ ফোরাম।

মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন কর্মচারী কল্যাণ পরিষদে কর্মকর্তারা নিউজ চ্যানেলকে বলেন, মৎস্য অধিদপ্তরের অধীনে ‘ইউনিয়ন প্রকল্প’র রাজস্ব বাজেটের আওতায় আনার দাবি নিয়ে এসেছি। মৎস্য অধিদপ্তরের ডিজি আমাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। মন্ত্রণালয় থেকে অনুমোদন হলেই আমাদের সমস্যা কেটে যাবে। সেজন্য আমরা অবস্থান নিয়েছি।