দৌলতখানে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন ।

ভোলার কথা
রিয়াজ মাহমুদ, সিনিয়র স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪

রিয়াজ মাহমুদ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

দৌলতখানে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন উপলক্ষ্যে উপজেলা বিএনপির আয়োজনে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং একই অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে দৌলতখান উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। জন্মদিন আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি সঞ্জীব মৃধা ও সঞ্চালনায় ছিলেন মোঃ রাকিব পন্ডিত, তখন বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন হাওলাদার, জাকির হোসেন বাবুল, আবদুল কাদের চৌধুরীর সহ পৌর ও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ। সকলের খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং তারেক জিয়ার নেতৃত্বে হাসিনার দুঃশাসন মুক্ত একটি সুন্দর দেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।