প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৪
দৌলতখান’র পুলিশ কাজে ফিরেছে, সহায়তায় আছে নৌবাহিনী।
দৌলতখান প্রতিনিধি:
ভোলার দৌলতখানে নৌবাহিনীর সহায়তায় থানায় কাজ শুরু করেছে পুলিশ। ১৩ আগস্ট মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনী পুলিশকে সার্বিক সহায়তায় তাদের কাজের মনোবল ফিরে আনেন।
পরে এক সভায় নৌবাহিনী ও পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কথা বলেন।
ভোলা নৌবাহিনীর কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশকে কাজে মনোবল ফিরে আনার জন্য আমরা পুলিশকে সহায়তা করবো। দীর্ঘ কয়েকদিন ধরে তারা কাজে ফিরছে না। তাই তারা আজ আনুষ্ঠানিকভাবে থানায় কাজ শুরু করেছে।
এসময় দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।