বাজার মূল্য সাবমিট করা হয়নি সেনাবাহিনীর পক্ষ থেকে
নিউজ ডেস্কঃ
সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে , ‘কোন বাজার মূল্য সাবমিট করা হয়নি।’ আজ শনিবার (১০ আগস্ট) সেনাবাহিনীর তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অনেকে সুযোগ নিয়ে সেনাবাহিনীর নামে বিভিন্ন বিভ্রান্তির চেষ্টা করছে। আমরা আমাদের দেশকে রক্ষা করতে চাই এবং এই কাজে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের সামনে অনেক বড় কাজ আছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানা গেছে, আপনারা যেহেতু সমাজে সচেতন নাগরিক এবং সাংবাদিক ও জাতির বিবেক হিসেবে রয়েছেন। তাই আপনাদের অবস্থান থেকে আমাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করেন। আরও জানা যায়, আপনারা পুলিশদের কাছে যান, থানায় ভিজিট করুন। তাদের সাথে মতবিনিময় করেন। যাতে তারা নিজেদের আত্মবিশ্বাস ফেরত পায় এবং আমরা সকলে মিলে দেশের ক্রান্তিকাল সংকটময় মুহূর্তে আমাদের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করি।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের যে সৌহার্দ্য আছে যেটা যেন নিশ্চিত করতে পারি। বাংলাদেশের কোন দুর্বৃত্ত যেন কোন ক্ষতি করতে না পারে। সেটা যেন আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন, জনগণ ও ছাত্র সকলে মিলিয়ে আমরা যেন নিশ্চিত করতে পারি। আপনাদের কাছে আরেকটা অনুরোধ, আপনারা এখান থেকে গিয়ে আপনাদের মাঝে যে সন্তুষ্টি ও বিশ্বাস এসেছে; এটা আপনাদের মাধ্যমে যত মানুষকে জানাবেন তত মানুষ আত্মবিশ্বাস ফিরে পাবে। সে মোতাবেক আমরা দেশটা ভালোভাবে পরিচালনা করতে পারব।