পুলিশের লুট করা অস্ত্র র‍্যাবের কাছে জমা দেওয়ার অনুরোধ

ভোলার কথা
নিউজ ডেস্ক সম্পাদক
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৪

নিউজ ডেস্কঃ

পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়িসহ পুলিশ লাইন থেকে লুট করা অস্ত্র র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি বা পুলিশ লাইন থেকে লুট করা, হারানো অস্ত্র ও গোলাবারুদ স্বেচ্ছায় নিকটস্থ র‍্যাব কার্যালয় অথবা ব্যাটালিয়নে ফেরত প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।