দলীয় নেতা র্কমীদের উদ্দেশ্যে হাফিজ ইব্রাহীমের নির্দেশনা

ভোলার কথা
রিয়াজ মাহমুদ, স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৪

রিয়াজ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

চলমান বৈষম্যবিরধী ছাএ বিপ্লবের ফলশ্রুতিতে দেশে চলমান ছাএ জনতার বিজয় উল্লাসে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিক নির্দেশনা ও পাশাপাশি সতর্ক বার্তা দিয়ে যাচ্ছেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী, সুশীল সমাজ ও বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি)

৭১রের মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের প্রথম নারী ও তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেষ্ঠ্য পুত্র এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও বার্তার মাধ্যমে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় জনগণের কাছে অনুরোধ জানান যে, দেশের সংখ্যালঘু সম্প্রদায় এবং সাধারণ মানুষের জানমাল ক্ষয়ক্ষতি না করার জন্য। দেশে শান্তির পরিবেশ রাখার জন্য।

এরি ধারাবাহিকতায় ভোলা জেলা বিএনপির সাবেক সাংসদ, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দীন) গণমানুষের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম গত ৫ জুলাই রোজ সোমবার যে কোন ধরনের বিশৃঙ্খলার বিষয়ে কঠোর হুশিয়ারী প্রদান করে দলীয় সিনিয়র নেতৃবৃন্দকে দিক নির্দেশনা দিয়েছেন।

তারই ফলশ্রুতিতে গতকাল থেকেই নেতৃবৃন্দ স্থানীয় কর্মীদেরকে সার্বিকভাবে নিয়ন্ত্রণ রেখেছেন।
পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসায়ী ও সকল শ্রেণী পেশার লোকজনের সাথে জরুরী মিটিং করেন।

এসময়, উপস্থিত নেতৃবৃন্দ দৈনিক গণমুক্তি, দৈনিক প্রথম বেলা, দৈনিক সংবাদ দিগন্ত ও ভোলার কথা সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী / সাংবাদিকদের প্রশ্নের জবাবে আস্বস্ত করে বলেন- দলবল নির্বিশেষে নির্বিঘ্নে সকল ব্যবসায় ও যাবতীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য।
পাশাপাশি আমরা সঠিকভাবে পর্যবেক্ষন করছি। সকল প্রকার শান্তি শৃঙ্খলা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি।

এর ফলে, ব্যবসায়ী সহ সকলের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। পরিবেশের এক অজানা থমথমে ভাব দূর হয়।