ইতিহাস বিকৃতি শুরু হয় পঁচাত্তরের ১৫ আগস্টের পর : প্রধানমন্ত্রী

ভোলার কথা
নিউজ ডেস্ক সম্পাদক
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জুন ২, ২০২৪

নিউজ ডেস্কঃ

পঁচাত্তরের ১৫ আগস্টের পর থেকে ইতিহাস বিকৃতি শুরু হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় ‘বঙ্গবন্ধুর’ নাম মুছে ফেলা হয়। সকলের নামে নানা ধরনের কুৎসা রটনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার সকাল ১০টায় গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এক মিনিটব্যাপী ভিডিওচিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “যে জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই জয় বাংলা স্লোগানটাও বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়। ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ হয়ে যায়।”

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশে এমন একটা সময় এসেছিল, যখন ‘আমি মুক্তিযুদ্ধ করেছি’ এ কথাটা বলার সাহসও ছিল না।”

পৃথিবীর আর কোনো দেশে যুদ্ধ করে যারা আত্মাহুতি দেয় তাদের এত অবমাননা করে।