ঢাকা মহানগর বিএনপির নানা কর্মসূচি পালন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে
স্টাফ রিপোর্টারঃ
প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল, দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণসহ নানান কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
ঢাকা মহানগর উত্তর-
সকালে শেরেবাংলা নগরস্থ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শেরেবাংলা নগর থানা—আগারগাঁও লায়ন চক্ষু হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীগর।
পল্লবী থানা—পল্লবী শপিং সেন্টার, পল্লবী সাড়ে এগারো বাসস্টান্ডের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
ভাটারা থানা—১০০ ফিট নয়াবাড়ীর কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মিরপুর ও দারুস সালাম থানা—কল্যাণপুর বাসস্টান্ড সংলগ্ন মিজান টাওয়ারের সামনে এবং মিরপুর শাহী মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স সংলগ্ন স্থানে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
বনানী থানা—ব্র্যাক ইউনিভার্সিটির পাশে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার।
কাফরুল থানা—পুলপাড় রুপায়ণ টাওয়ারের সামনে (১৬নং ওয়ার্ড) এবং হারমান মাইনার কলেজের (৪নং ওয়ার্ড) কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শাহ আলী থানা—হযরত শাহ আলী বোগদাদী র. এর মাজারের দক্ষিণ গেট সংলগ্ন স্থানে খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
ঢাকা মহানগর দক্ষিণ-
সকালে শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
হাইকোর্ট মাজারের সামনে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম, ঢাকা রিপোটার্স ইউনিটির সামনে শাহবাগ থানা বিএনপি, জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পল্টন থানা বিএনপি, যুবদল কেন্দ্রীয় কমিটি, স্বেচ্ছাসেবক দল, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মেডিক্যাল ক্যাম্প, ফকিরাপুলে মতিঝিল থানা বিএনপি, শাহজাহানপুরে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসভবনে শাহজাহানপুর থানা বিএনপি, সাগুন কমিউনিটি সেন্টারে চকবাজার থানা বিএনপি, খাজি দেওয়ানে ২৮নং ওয়ার্ড বিএনপি, জোড়পুকুর মাঠে খিলগাঁও থানা বিএনপি, মানিকনগরে মুগদা থানা বিএনপি, ছাতার মসজিদ এলাকায় ৭২নং ওয়ার্ড বিএনপি, এছাড়াও মাদারটেকে সবূজবাগ থানা, ৫, ৭৩ ও ৭৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি ছিলেন ঢাকা রিপোটার্স ইউনিটির সামনে শাহবাগ থানা বিএনপির কর্মসূচিতে, তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং শাহজাহানপুরে থানা বিএনপির কর্মসূচিতেও প্রধান অতিথি হিসেবে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন।
এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ফকিরাপুল এলাকায় মতিঝিল থানার কর্মসূচীতেও মির্জা আব্বাস, আবদুস সালাম, রফিকুল আলম মজনু উপস্থিত ছিলেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের কর্মসূচীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
চকবাজার থানা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, খিলগাঁও থানা বিএনপির কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, খিলগাঁও ও সবুজবাগ থানার কর্মসূচীতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, আফরোজা আব্বাস, রফিকুল আলম মজনু, হাবিবুর রশীদ হাবিবসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মালিবাগ ডিআইটি রোডে রমনা থানা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ স্থানীয় নেতাকর্মীরা।