মনপুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবিহিতকরণ সভা-২০২৪ অনুষ্ঠিত।

ভোলার কথা
শহিদুল ইসলাম মনপুরা ব্যুরো চিফ সম্পাদক
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪

 

শহিদুল ইসলাম মনপুরা ব্যুরো চিফ 

ভোলার মনপুরা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবিহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দুপুর ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কবির সোহেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার খালিদ হাসান তানিম।

এসময় আরো উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমসহ আরো অনেকে।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কবির সোহেল বলেন, সকল ইপিআই টিকাদান কেন্দ্র, হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ও লঞ্চঘাটসহ মোট ৯৬টি জায়গায় আগামী ১লা জুন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।। তিনি ৬-১১ মাস বয়সী ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য আহবান জানান।