দুই বছরের অধিক সময় পর আবার খুলনা-কলকাতা রুটে চালু হচ্ছে বন্ধন এক্সপ্রেস
মোঃ ইসমাইল, বিশেষ প্রতিনিধিঃ
খুলনা – কলকাতা রুটে দুই বছরের অধিক সময় পর আবার চালু করা হচ্ছে আন্তর্জাতিক মানের বন্ধন এক্সপ্রেস। করোনা সংক্রমণের সময় বন্ধ হয়ে যাওয়া এই বন্ধন এক্সপ্রেসটি করোনা সংক্রমণ হ্রাস পাওয়ায় ২৯মে রবিবার থেকে আবার ও চলাচল শুরু করবে।ইতোমধ্যে খুলনা আধুনিক রেল স্টেশন থেকে ও বন্ধনের টিকিট বিক্রি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।জানা গেছে, ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা খুলনার মধ্যে ৪৫৬ আসনের’ বন্ধন এক্সপ্রেস ‘নামের আন্তর্জাতিক ট্রেনটি চলাচল শুরু করে।শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনের কেবিন সিট ভাড়া দেড় হাজার ও চেয়ার কোচ ভাড়া এক হাজার টাকা।এর সাথে ৫০০শত টাকা ভ্রমণ কর যোগ করা হয়। বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোলে বন্ধন এক্সপ্রেস যাএীদের পাসপোর্ট, ভিসাসহ ইমিগ্রেশনের যাবতীয় কাগজপএ যাচাই বাছাই করা হয়। এর পর যাএীরা সরাসরি খুলনা ও কলকাতার মধ্যে যাতায়ত করতে পারেন।বাংলাদেশ থেকে রবিবার ও বৃহস্পতিবার এই দুই দিন এক্সপ্রেসটি ছেড়ে যায়। ভারত হতে আসে ও দুই দিন। সপ্তাহের প্রতি রবিবার ও বৃহস্পতিবার সকালে ট্রেনটি কলকাতা ছেড়ে আবার বিকেলে খুলনা থেকে কলকাতার উদ্দেশ্যে ফিরে যায়।কিন্তু বিশ্বব্যাপি করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ১৫ মার্চ থেকে বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলকারী আন্তদেশীয় ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। করোনা সংক্রমণ কিছুটা কমলে দেশের ভেতরে যাএীবাহী ট্রেন চলাচল শুরু হলেও আন্তদেশীয় ট্রেন চলাচল বন্ধ ছিল।বর্তমানে করোনা সংক্রমণ অনেকটা হ্রাস পাওয়ায় ২৯মে রবিবার থেকে আবার ও চলাচল শুরু করবে ট্রেনটি।বন্ধন এক্সপ্রেসের ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন রয়েছে। খুলনা- কলকাতা রেল পথের দুরত্ব ১৭২ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশে পড়েছে ৯৫ কিলোমিটার ও ভারতে পড়েছে ৭৭ কিলোমিটার। সরেজমিনে খুলনা আধুনিক রেল স্টেশনের একটি কাউন্টার হতে বন্ধন এক্সপ্রেসের টিকিট বিক্রি করতে দেখা যায়।অনেক যাএী টিকিট কিনছেন। বন্ধন এক্সপ্রেসের একজন টিকিট ক্রেতা শরীফুল ইসলাম জানান,অন্যান্য মাধ্যমের থেকে টাকা একটু বেশি গেলেও বন্ধন এক্সপ্রেসে ঝামেলা কম পোহাতে হয়।অনেক দিন পর ট্রেনে আবার ভারত যাবার জন্য টিকিট কাটলাম।ট্রেনে কলকাতা যাওয়ার জন্য অপর এক যাএী শবনম চ্যাটার্জি বলেন,ট্রেনে যাতায়ত করা সুবিধা জনক।খুলনা থেকে একেবারে কলকাতা গিয়ে নামা যায়।অন্যভাবে গেলে বর্ডারে অনেক সময় নষ্ট হয়।খুলনা আধুনিক রেল স্টেশন মাষ্টার মানিক চন্দ সরকার বলেন,বন্ধন এক্সপ্রেস ১৯ তারিখ সকালে কলকাতা থেকে যাএা শুরু করে দুপুর সাড়ে ১২টায় খুলনা পৌঁছাবে।আর দুপুর দেড়টায় খুলনা থেকে আবার কলকাতার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে।কেবিন প্রতি ভাড়া দুই হাজার পঞ্চান্ন টাকা আর চেয়ার প্রতি ১,৫৩৫ টাকা নেওয়া হচ্ছে।