ঈদ কে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা
মোঃ ইসমাইল, বিশেষ প্রতিনিধিঃ ঈদে শপিং করার জন্য শ্বশুর বাড়ি থেকে কম টাকা দেয়ার কারণে স্ত্রীকে হত্যা করেছে স্বামী।
প্রেম করে বিয়ে করেছে শাকিল। এখনও এক বছর হয়নি। এর মধ্যে শ্বশুর সাধ্য অনুযায়ী জামাই শাকিলকে ৫ হাজার টাকা দিয়েছেন ঈদের কেনাকাটা করার জন্য। এতে মন ভরেনি শাকিলের।
টাকার পাশাপাশি ঈদের উপহারও চাই শাকিলের।
এটা নিয়ে স্ত্রী মিমের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে
পিটিয়ে মেরে ফেলেছে শাকিল।
আহারে প্রেম। আহারে বিয়ে। আহারে ঈদ।
ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ কাফুরা গ্রামে। শপিং করার জন্য শ্বশুর বাড়ি থেকে কম টাকা দেয়ার কারণে স্ত্রীকে হত্যা করেছে স্বামী।
প্রেম করে বিয়ে করেছে শাকিল। এখনও এক বছর হয়নি। এর মধ্যে শ্বশুর সাধ্য অনুযায়ী জামাই শাকিলকে ৫ হাজার টাকা দিয়েছেন ঈদের কেনাকাটা করার জন্য। এতে মন ভরেনি শাকিলের।
টাকার পাশাপাশি ঈদের উপহারও চাই শাকিলের।
এটা নিয়ে স্ত্রী মিমের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে
পিটিয়ে মেরে ফেলেছে শাকিল।
আহারে প্রেম। আহারে বিয়ে। আহারে ঈদ।
ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ কাফুরা গ্রামে।