সরকার গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা করছে :
নিউজ ডেক্স ঃ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের –
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান লকডাউনের পরে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর সক্রিয় চিন্তা-ভাবনা করছে।
তিনি লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ‘মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।’
শনিবার সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি মতবিনিময়সভায় যুক্ত হয়ে ওবায়দুল কাদের আরো বলেন, গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।
এর আগে শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে।
করোনা মহামারিরোধে দেশব্যাপী চলছে সরকার ঘোষিত লকডাউন। এই লকডাউন শেষ হবে আগামী ২৮ এপ্রিল। এরপর লকডাউন শিথিল করা হবে কিনা সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলে শুক্রবার জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।