করোনা থেকে মুক্তি পেতে মসজিদে দোয়ার আহ্বান জানালেন আইনমন্ত্রী

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

 

ডেক্স রিপোর্ট ঃ

দিন যতই যাচ্ছে করোনা ততই বেড়ে চলছে। তবে দুঃখের বিষয় হলেও সত্য যে স্বাস্থ্যবিধি মেনে চলছে না একদল মানুষ।

এভাবে চলতে থাকলে করোনা অনেক ভয়াবহ রুপ ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। এমতাবস্তায় দেশে চলছে লকডাউন।

নতুন খবর হচ্ছে, বিশ্ব এক ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনা মহামারী থেকে মুক্তি পেতে মসজিদে মসজিদে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সঙ্গে ভার্চুয়্যালি মতবিনিময় সভায় মন্ত্রী এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, এই রমজান মাসে আমরা আল্লাহর কাছে অত্যন্ত আন্তরিকতার সাথে ক্ষমা প্রার্থনা করা উচিত।

একমাত্র আল্লাহই আমাদেরকে এই বিপদ থেকে পরিত্রাণ দিতে পারেন। আল্লাহই আমাদের একমাত্র ভরসা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন মাফ করতে পারেন।