চরফ্যাশনের কালী মন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ভোলার কথা
চরফ্যাশন প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪

 

চরফ্যাশন প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশন উপজেলার শ্রী শ্রী কালী মায়ের মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। শুক্রবার (১১ অক্টোবর) বিকালে মন্দির পরিদর্শণ করেন তিনি। এ সময় তিনি চরফ্যাশন উপজেলার দুর্গাপূজা উৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালেক মূহিদ, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেনসহ মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক পূজাম-পে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।