চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত

ভোলার কথা
চরফ্যাশন প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪

চরফ্যাশন প্রতিনিধিঃ

চরফ্যাশন পৌর বিএনপির কমিটি ভেঙে দিয়েছেন জেলা বিএনপি। শনিবার ৩১ শে আগস্ট ভোলা বিএনপির অফিসিয়াল প্যাডে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর প্রথম যুগ্ম আহŸায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণ এবং সদস্য সচিব মো: রাইসুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশ ক্রমে চরফ্যাসন উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্তি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক  আলহাজ্ব গোলাম নবী আলমগীর বাংলার কণ্ঠকে জানান, কেন্দ্রের নির্দেশে কমিটি দুটি বিলুপ্ত করা হয়েছে। তবে শীগ্রই কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক অতি অল্প সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণা দেওয়া হবে।