অমরপুর ৩নং ওয়ার্ড এর জনগনের দুর্ভোগের শেষ কোথায়।
রিপোর্টঃ ইলিয়াছ চৌধুরী।
অমরপুর ৩ নং ওয়ার্ডের আছলামপুর ইউনিয়ন এর চরফ্যাশন উপজেলা। শত শত মানুষের যাতায়াত এই কার্ডের ব্রিজের উপর দিয়ে এলাকাবাসীর অভিযোগ আমরা যেন ভারত সীমান্তবর্তী এলাকার মানুষের মত জীবন যাপন করছি। প্রতিদিন এই ব্রিজটির উপর দিয়েই যাতায়াতকারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। শুধু যাতায়াতকারীরা নয় এই ব্রিজটির সংলগ্ন একটি ধর্মীয় মসজিদ ঘড় ও আছে তাতে প্রতিনিয়ত নামাজ পড়ার জন্য যেসকল মুসল্লিগণ মসজিদে আসেন ও দুর্ঘটনার শিকার হচ্ছেন। এই ব্রিজের কাজ কেন হচ্ছেনা এলাকাবাসীর কাছে জানতে ছাইলে এলকা বাসি বলেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হলেন দক্ষিণ মাথায় আমরা আছি উতর মাথায় তাই আমাদেরকে দেখার মত সুযোগ হচ্ছে না চেয়ারম্যান মহোদয় এর। আমাদের খোঁজখবর নেওয়ার মতো কোনো সুযোগ হচ্ছে না চেয়ারম্যান সাহেবের। তাই আমরা খুবই অবহেলিত নাগরিক কেন যে আল্লাহ এই এলাকায় আমাদেরকে জন্মগ্রহণ করালেন।
বিষয়টি চরফ্যাশন উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।