প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
ভোলায় নওজোয়ান ক্রীড়া চক্র ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ইয়াছিনুল ঈমন,।
ভোলায় নওজোয়ান ক্রীড়া চক্র ডমেস্টিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার রাতে এর ফাইনাল অনুষ্ঠিত হয় ও পুরস্কার বিতরণ করা হয়। এ টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট অনিক/মুবিন বনাম রোম্মান/সুপ্ত ও প্রিতম/সিমান্ত বনাম আশিক/রিদয় ,ফাইলালিস্ট রোম্মান/সুপ্ত বনাম আশিক/রিদয় ।
টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয় আশিক/রিদয় জুটি। রানার আপ হয় রোম্মান/সুপ্ত জুটি।
এছাড়াও নওজোয়ান ক্রীড়া চক্রের একটি আহবায়ক কমিট গঠন করে ক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম চালু হয়েছে।আগামী রোজার ঈদে কাউন্সিলের মাধ্যমে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।সদস্য হতে ইচ্ছুক সকলকে আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। নওজোয়ান ক্রীড়া চক্রের সদ্য ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন জাবির শামিম,যুগ্ন আহবায়ক রিয়াদ মাহমুদ আদনান, অনিক তৌফিক,সদস্য সচিব এড. আদিল মাহমুদ,মো: সায়হাম মারুফ প্রিতম।