ভোলায় আনাস বিন মালেক (রা:) ইসলামিক কমপ্লেক্স এর হাফেজদের সাফল্য
বিশেষ প্রতিনিধি।
ভোলা জেলা হুফফাজুল কুরআন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় ১০ পারা গ্রুপ, ২০ পারা গ্রুপ ও ৩০ পারা গ্রুপের হাফেজদের সমন্বয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত সোমবার শহরের যুগিরঘোল ঈদগাহ মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় ভোলার বিভিন্ন হিফজ মাদ্রাসার হাফেজ ছাত্ররা অংশ গ্রহন করেন। এতে ভোলার সনামধন্য হাফেজ সাহেবগণ বিচারকের দায়িত্ব পালন করেন।
উক্ত প্রতিযোগিতায় আনাস বিন মালেক (রা:) ইসলামিক কমপ্লেক্স এর হিফজ শাখার কয়েকজন ছাত্র ও অংশ গ্রহন করেন এবং বরাবরের মত সফলতা ও অর্জন করেন। তাদের মধ্য থেকে ৪ জন প্রতিযোগি বিজয়ী হন। ১০পারা গ্রুপে ১ম স্থান অধিকার করেন মো: ফাহিমুর রহমান, পিতা মো: সাইদুর রহমান (মাসুদ)। ২য় স্থান অধিকার করেন ইমরুল কাইস, কামরুল ইসলাম ও ৪র্থ স্থান আব্দুল্লাহ রিয়াদ, আমিরুল ইসলাম। ৩০পারা গ্রুপে ৩য় স্থান অধিকার করেন মো: সিফাত উল্লাহ, ইউসুফ। আমরা সকলেই তাদের জন্য দোয়া করি সামনের প্রতিযোগিতায়ও যেন ভাল ফলাফল করে প্রতিষ্ঠান ও নিজেদের মান-সম্যান উজ্জল করতে পারে।