ভোলার দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও বাহাদুর বাহিনীর প্রধানসহ ২ জন ডাকাতকে আটক
স্টাফ রিপোর্টারঃ
বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর থানাধীন বঙ্গের চরে একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন জেলেদের জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে কোস্ট গার্ড অবগত হয়। ভুক্তভোগী জেলেরা কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীনও হয়েছে। পরবর্তর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ০২ সেপ্টেম্বর সোমবার রাত ০১০০ ঘটিকা হতে ০৮০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অতঃপর উক্ত এলাকায় বাহাদুর বাহিনী নামক একটি সক্রিয় ডাকাতের আস্তানায় ঘন্টাব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরুফে বাহাদুর (৪২) এবং তার সহযোগী ইকবাল হোসন (২৬) কে ০৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজা গোলা, ২০ টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগদ টাকা ১,১৫,০৭৫/০০ (টাকা এক লক্ষ পনের হাজার পঁচাত্তর মাত্র) সহ আটক করা হয়। আটককৃত ডাকাতরা ভোলা জেলার সদর উপজেলাধীন ধনিয়া ৭ নং ওয়ার্ড এবং চরমনিষা ৬ নং ওয়ার্ড রাজাপুরের বাসিন্দা গোলাম মোস্তফা ও আবুল কালাম এর ছেলে। পরবর্তীতে আটককৃত ডাকাত এবং জব্দকৃত দেশীয় অস্ত্রসহ সকল আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।