পুলিশের সব ইউনিটকে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছি : আইজিপি
নিউজ ডেস্কঃ
নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে পুলিশের সব ইউনিটকে স্ব-স্ব কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দিয়েছি। আজ বুধবার (৭ আগস্ট) বিকেলে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইজিপি এ কথা বলেন।
আইজিপি বলেন, আমি সর্বস্তরের পুলিশ বাহিনীকে এরই মধ্যে নির্দেশনা দিয়েছি। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে ব্যাপক প্রচারের জন্য পুনরায় বলছি। আমাদের রাজারবাগ পুলিশ লাইন, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, পিওএম, এপিবিএন ও পুলিশ সদর দপ্তরসহ সব মেট্রোপলিটন ও জেলা পুলিশ লাইন্সসহ স্পেশালাইজড পুলিশ ইউনিটের অফিসার ও ফোর্সকে আমারা নির্দেশনা দিয়েছি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করতে বলছি। ইতোমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
ময়নুল ইসলাম বলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পুলিশসহ স্ব-স্ব অধিক্ষেত্রে থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক, পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন। আমরা আহ্বান জানাচ্ছি, বর্ণিত কমিটি থানা ও থানা এলাকায় নিরাপত্তা বিধানে সহায়ক ভূমিকা রাখবেন। পরবর্তীতে এর চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করে আমরা সাবমিট করব। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, নৌ-পুলিশ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের সব থানার অফিসার ও ফোর্স স্ব-স্ব কর্মক্ষেত্রে যোগদানের জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে পুলিশের মহাপরিদর্শক হিসেবে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (অতিরিক্ত আইজিপি) মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এদিন আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি।
প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।