বসতভিটা দখলের চেষ্টা, জখমে আহত ৭

ভোলার কথা
বোরহানউদ্দিন প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন ৪নং ওয়ার্ডে বসতভিটা দখল নিয়ে শাহিনা (২৪) স্বামী মোঃ জসিম, জিহাদ (২৫) পিতা আঃ মমিন, আঃ মমিন (৬০) পিতা মৃত আজগর আলীসহ সাত জন’কে পিটিয়ে গুরুতর আহত করেন। প্রতিপক্ষ আল-আমীন (৩০) পিতা আঃ মান্নান, রাসেল, মান্নান ও ইউসুফ গংরা। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৪ শনিবার দুপুর ২টার সময় প্রতিপক্ষ আল-আমীন গংরা বিদ্যুৎ অফিসের লোকজন নিয়ে তাদের জমি থেকে বিদ্যুৎ এর খুটি সরানোর জন্য, আঃ মমিনের জমিতে মাটি খুঁড়তে থাকে। তখন তার ছেলে মোঃ জিহাদ দেখতে পেয়ে নিষেধ করলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেআইনিভাবে হাতে দা, লাঠি সোটা নিয়ে মোঃ জিহাদের উপর অতর্কিত হামলা শুরু করে।

তারা জিহাদকে এলোপাতাড়ি পিটিয়ে কিল, ঘুসি মেরে জখম করে। তখন মমিন ও তার মেয়ে মিনারা বেগম জিহাদকে রক্ষা করতে গেলে তাদেরকেও এলোপাথারি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। মারধরের এক পর্যায়ে প্রতিপক্ষের হাতে থাকা দা দিয়ে জিহাদের মাথায় কোপ দিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেয়। এতে তাদের হামলায় প্রায় ৭ জন আহত হয়ে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নেন।

এ বিষয়ে মমিনের ভাই আঃ মজিদ (৬৪) পিতা মৃত আজগর আলী বলেন, এ বসত ভিটা আমার বাপ দাদার স¤পত্তি আমার বাবার ওই ঘরে জন্ম, আমরাও এ ঘরে জন্ম নিয়েছি।

১০০ বছরের বেশি ধরে এই জমি আমাদের দখলে। জমির খতিয়ান নং ১০০৩, ভিএস খতিয়ান ৩৮৫৮, দাগ নং এস এ ৪৩৭০, জে এল ১৩ ছোট মানিকা মৌজা। সব কিছুই আমাদের নামে। এ ভিটায় আমাদের ২ টি ঘর ছিল, আমরা কর্মের তাদিকে অন্য জায়গায় ঘর করেছি। এখানে (আমার বাপ দাদার ভিটায়) একটি ঘর করে রেখেছি মাঝে মধ্যে এসে এখানে বিশ্রাম নেই। আমরা কেউ বাড়িতে ছিলাম না এমন অবস্থায় গত ২১ সেপ্টেম্বর ২০২৪ আমাদের প্রতিপক্ষ আল-আমীন গংরা আমাদের ভিটা-মাটি কেটে এজমালি রাস্তা দখল করে মাটি ভরাট করে টিন দিয়ে বেড়া দিয়ে আমাদের ঘরের মাঝ দিয়ে এজমালি রাস্তা করে। আমাদের ভোগ দখলীয় জমিতে আমার পুরাতন ঘরটি ভাঙচুর করে নিয়া যায়, যার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা, আমার সাজানো বাগানের মেহগনি গাছ তিনটি যার মূল্য ২০ হাজার টাকা রেনট্রি গাছ চারটি যার মূল্য ১ লক্ষ টাকা এবং বসতঘরের সিড়ি ও পুরনো টয়লেট ভাঙচুর করে নিয়ে যায় যার মূল্য ১ লক্ষ টাকা।

এ ঘটনায় আমি ভোলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে একটি মামলা দায়ের করি যার মামলা নং এমপি ২৮০/২৪ইং (বোরঃ)।

এ বিষয়ে অভিযুক্ত আল-আমীনের সাথে যোগাযোগ করতে তার বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি, তার স্ত্রী হালিমা খাতুন জানান, জমি সংক্রান্ত বিরোধে কোর্টে মামলা চলে এর মধ্যে গাছ উলটিয়ে পরে বিদ্যুৎ এর তার ছিরে গেলে তা ঠিক করার জন্য বিদ্যুৎ অফিসের লোক আসলে উভয়ের মধ্যে ঝগরা হলে উভয়ের লোকজন আহত হয়।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ঘটনার অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।