প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪
মনপুরায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মনপুরা প্রতিনিধিঃ
মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন উপজেলা যুবদল।
রোববার সকাল ১০ টায় উপজেলার সদর হাজিরহাট বাজারে যুবদলের কার্যালয়ের সামনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, যুবদল নেতা আব্বাস উদ্দিন, ইলিয়াস, সাখাওয়াত, মাকছুদ ও রুবেলসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।