রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে দৌলতখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে দৌলতখান উপজেলা যুবদলের আয়োজনে দৌলতখান বিএনপির দলীয় কার্যালয় সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি দৌলতখান পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন বলেন, রাষ্ট্রপতি মিথ্যাচার করে শুধু শপথই ভঙ্গ করেননি, শহীদদের আত্মার সাথে গাদ্দারি করেছেন। অবিলম্বে তাকে অপসারণ করতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার হাত রক্ষার গভীর ষড়যন্ত্র করছেন রাষ্ট্রপতি। তিনি নিজে পদত্যাগ না করলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। বিক্ষোভ মিছিলে উপজেলা যুবদলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।