তোফায়েল পুত্র বিপ্লব ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, ৫ হাজার কোটি টাকা লোপাট
স্টাফ রিপোর্টারঃ
ভোলা জেলা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের পুত্র ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহান বিন্তীর বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞা জারী করেছে ভোলার বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত।
গতকাল ২১ অক্টোবর সোমবার দূর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের দেশত্যাগে এই নিষেধাজ্ঞা জারী করেন। ভোলার আদালতের সিনিয়র স্পেশাল জজ এ এইচ এইচ এম মাহমুদুর রহমান এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার (২১ অক্টোবর) ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষে পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন ভোলার বিজ্ঞ সিনিয়র স্পেশাল জর্জ আদালতে আবেদন করেন।
আবেদন শুনানী শেষে বিজ্ঞ আদালত মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারী করেন সিনিয়র স্পেশাল জজ এ এইচ এম মাহমুদুর রহমান।
উল্লেখ্য যে, ভোলা জেলা লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেনের বিরুদ্ধে সাবেক শিল্প বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ভোলা এক আসনের এমপি তোফায়েল আহমেদ এর ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি, গ্যাস কুপ খননসহ নানা অনিয়মের মাধ্যমে পাচ হাজার কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ দুদকের তদন্তাধীন রয়েছে।