বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে মুন্না তালুকদার (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক ভোলা সদর উপজেলার উত্তর বাপ্তার মৃত মানিক মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৯শে অক্টোবর) বিকাল ৫ টার দিকে সদুরচর টাইলস ফ্যাক্টরির সামনে বিদ্যুৎ এর খুটির লাইন সংযোগ দিতে গিয়ে মুন্না তালুকদার বৈদ্যুতিক শকট খেয়ে আহত হয়ে পরেন। স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠালে সেখানকার ডাক্তার আহত মুন্নার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন। বরিশাল নেওয়ার পথে তিনি মৃত্যুবরন করেন। নিহত মুন্না ভোলা পল্লিবিদ্যুৎ সমিতির পরানগঞ্জ শাখার আওতায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম।
নিহত মুন্নাকে রবিবার (২০শে অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে তার নিজ পারিবারিক কবরস্থানে দাপন করা হবে এমনটাই জানা গেছে পরিবারের পক্ষ থেকে।