ভোলায় ঘর দখল করতে ভাইকে পেটালো ভাই
স্টাফ রিপোর্টারঃ
ভোলায় ঘর দখলের চেষ্টায় মোঃ আরিফ তার আপন ফুফাতো ভাই মোঃ আলামিন ও তার স্ত্রী, ছেলেকে মেরে আহত করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) আনুমানিক দুপুর ১২ টায় ভোলা চরসেমাইয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ঝালাইকার বাড়িতে এই ঘটনা ঘটে। আহত আলামিন (৩৫) চর সেমাইয়া মো আব্দুল খালেকের ছেলে। পেশায় পুরাতন ভাঙ্গারির কাজ করেন।
তিনি জানান, তার আর্থিক অনাটনের কারণে সে তার মামাতো ভাই আরিফ (২৮) থেকে নিজ জমিতে ঘর তোলার জন্য টাকা ধার করেন। আরিফের ভাঙ্গারি ব্যাবসা থাকায় সেখানে কাজ করে সেই টাকা শোধ দিবে বলে আলামিন টাকা ধার নেয়। আলামিনের স্ত্রী শীমা (২৫) অসুস্থ থাকায় তাকে নিয়ে আলামিন তার শশুর বাড়ি কলঘাট যান। সেখানে কিছু দিন অবস্থান করায়। কাজে ফিরতে দেরি হওয়ায় আরিফ তাকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন হুমকি দেয়। হুমকির ভয়ে আলামিন স্ত্রীকে নিয়ে নিজ বাসায় ফিরে আসেন, আরিফ তখন তার ঘরে দখল করে রেখে তাকে ঘরে উঠতে দেয়না। এরপর কথা কাটা কাটির এক পর্যায়ে আরিফ বটি নিয়ে আলামিনকে জখম করে দেয়। স্বামীকে বাচাতে স্ত্রী শীমা আসলে তাকে ও তার ছোট সন্তান জুনায়েদ (০৫) কে আঘাত করেন বলে জানান তিনি। জখম হয়ে বর্তমানে আলামিন ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালের পুরনো ভবন ২৭ নাম্বার বেডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আলামিনের স্ত্রী শীমা (২৫) জানান, মাতৃকালীন অসুস্থ থাকার কারণে কয়েকদিনের জন্য সে তার বাপের বাড়ি কলঘাট যান। আলামিন কাজ বন্ধ রেখে সেখানে গেলে তার মামাতো ভাই আরিফ তাকে বার বার কল করে কাজে ফিরতে বলেন। দ্রুত না ফিরলে আলামিনের ঘর দখল ও তাকে মারার হুমকিও দেন। এরপর চাপে পরে তারা (১৫ অক্টোবর) বাসায় ফিরলে তার স্বামীর সাথে আরিফের কথা-তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বটি নিয়ে আরিফ তার স্বামীকে আঘাত করেন। তিনি ধরতে গেলে তাকেও ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে আঘাত করেন বলে জানান। তিনি তার স্বামীকে হত্যার চেষ্টায় আহত করা আরিফের বিরুদ্ধে কঠিন বিচারের দাবী জানান।
এছাড়াও আলামিন জানান, তার মামাতো ভাই আরিফ বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত। তাকে দিয়েও একাজ প্রায়ই করানোর চেষ্টা করছেন। তিনি বাধা দেয়ায় এই পর্যন্ত কয়েকবার মারধরের শিকার হয়েছেন। তিনি ধারণা করছেন তার ঘর ও জমি দখলের জন্যই তাকে প্রতিনিয়ত এভাবে মারধর করেন আরিফ। তিনি এর সুষ্ঠ বিচার ও আরিফের কঠিন শাস্তি দাবী করছেন।
অভিযোগের বিষয়ে আরিফের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। পলাতক থাকার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।