শুরু হলো ছাগল ও ভেড়ার পিপিআর টিকা ক্যাম্পেইন

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

”পিপিআর রোগের টিকা দিন,ছাগল ও ভেড়া সুস্থ রাখুন” এই স্লোগানকে সামনে রেখে ভোলা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর শুরু করলো ছাগল ও ভেড়ার টিকা প্রদান ক্যাম্পেইন। মঙ্গলবার(১ অক্টোবর’২৪) সকাল প্রায় ৮ টায় শুরু হওয়া ১৮ দিন ব্যাপী চলা ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খাঁন। ভোলা সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে অনুষ্ঠিত টিকা ক্যাম্পেইন উদ্বোধন কালে ডিএলও রফিক বলেন, “মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশ ব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষে আজ থেকে আমরা বিনামূল্যে পিপিআর ২য় ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু করলাম। যা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। তিনি বলেন,”আমাদের লক্ষ হলো ভোলা জেলার প্রতিটি ছাগল ও ভেড়াকে টিকা প্রদানের মাধ্যমে পিপিআর রোগ থেকে মুক্ত করা”। এ সময় তিনি বিভিন্ন পর্যায়ের খামারীদের সাথে কথা বলেন এবং তাদের পালিক ছাগলের স্বাস্থ্যগত খোজঁখবর নেন। ভোলা সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়নের ১ নং ওয়র্ডস্থ এলাকায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহিন মাহমুদ, ভোলা জেলা ডেইরী এ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম খোকন ও বেসরকারি সংস্থা ভোকা এর প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য ক্যাম্পেইনে প্রায় দের শতাধিক ছাগলকে পিপিআর টিকা প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।