স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ স্কাউটস ভোলা সদর উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস ভোলা সদর উপজেলার আয়োজনে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। এ কাউন্সিল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস ভোলা সদর উপজেলার সভাপতি সজল চন্দ্র শীল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে এবং জেলা স্কাউট লিডার মোঃ মনিরুল ইসলাম এলটির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসীম প্রসাদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা স্কাউটস সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান মিজানুর রহমান মিঠু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এজাজুল হক, উপজেলা একাডেমীক সুপারভাইজার সিরাজুল ইসলাম শাওন, জেলা স্কাউটস কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ, নাহিদ মোরশেদা মিশু এএলটিসহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক এবং মাদ্রাসার সম্মানিত কাউন্সিলর বৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক কামরুল হাসান, শাহ মোহাম্মদ ফরিদ, মাওলানা মোঃ হারুন, মোঃ মুস্তাফিজুর রহমান প্রমুখ। উৎসব মুখর পরিবেশে এই কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩ শতাধিক কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য একটি কমিটি গঠিত হয়।

এতে সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল পদাধিকার বলে সভাপতি, কমিশনার হিসেবে বাঘার হাওলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিক, সম্পাদক হিসেবে টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ হিসেবে দক্ষিণ রুহিতা এ রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার কালিমুল্লাহকে মনোনিত করা হয়েছে। পূর্নাঙ্গ উপজেলা নির্বাহী কমিটি গঠনের মাধ্যমে অত্র উপজেলার স্কাউটিং কার্যক্রম বেগবান করে শিক্ষার্থীদেরকে আদর্শ সু-নাগরিক হিসেবে গড়ে তুলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।এবং খুব শীঘ্রই ভোলা সদর উপজেলাকে স্কাউটস উপজেলা হিসেবে দেখতে চান বলে প্রত্যয় ব্যক্ত করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্রশীল।