প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪
এবার ‘পৌরসভা ও সিটি করপোরেশন’ কাউন্সিলরদের অপসারণ, প্রজ্ঞাপন জারি
নিউজ ডেস্কঃ
মেয়রদের পর এবার দেশের ১২টি সিটি করপোরেশন ও ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার ট করপোরেশন) অধ্যাদেশ-২০২৪ এর ধারা-১৩(ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত (১২টি) সিটি করপোরেশনের কাউন্সিলরদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।