টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ সাইদুর রহমানের বিদায়ী সংর্ধ্বনা
স্টাফ রিপোর্টারঃ
ভোলা টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান ভূঁইয়ার অবসর জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ইনিস্টিউটের পক্ষ থেকে ডাইন শেড ভবনে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় সময় অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান তার দীর্ঘ কর্ম জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তার কৃতিত্বের কথা স্মরণ করে অতিথিদের চোখও অশ্রুসিক্ত হয়ে উঠে।
নবাগত অধ্যক্ষ শফিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদুরিয়া বিএনপির সভাপতি মোঃ ওয়ালীউল্লাহ, সুপারিনটেন্ডেড সুপারিনটে অব মোঃ রেদওয়ান হোসেন, সহকারী অধ্যাপক মোঃ সেলিম আক্তার, ইঞ্জিনিয়ার বিএডিসি মোঃ ফরিদ-উজ-জামান ভূঁইয়া, ইংরেজি প্রভাষক মোঃ জহিরুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর জাহাঙ্গীর আলম, জুনিয়র ইন্সট্রাক্টর সরিতোষ কুমার পাল, জুনিয়র ইন্সট্রাক্টর অব মোঃ শহীদুল ইসলাম। এ উপলক্ষে শিক্ষার্থী ও অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ক্রেস্ট বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী- শিক্ষার্থী অভিভাবক সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, মোঃ সাইদুর রহমান ২০২০ সালের ১৬ই মার্চ পদন্নোতির মাধ্যমে অধ্যক্ষ হিসেবে ভোলা টেক্সটাইল ইনস্টিটিউটে যোগদান করেন। গত ২৮ আগষ্ট তিনি অবসরে যান।