জ্বালানি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান, সুন্দরবন-ইন্ট্রাকো চুক্তি বাতিল ও ভোলাসহ দক্ষিণাঞ্চলে উন্নয়নের দাবিতে
স্টাফ রিপোর্টার:
সুন্দরবন-ইন্ট্রাকো চুক্তি বাতিল চেয়ে, ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে জ্বালানি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভোলা গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন ভোলা জেলা শাখা। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ-জাহানের মাধ্যমে জ্বালানি উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক, ইতিহাসবিদ আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোবাশ্বেরউল্লাহ চৌধুরী, ভোলা গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান হিরন, আঞ্জুমানে মফিজুল ইসলামের সাংগঠনিক সম্পাদক হাফেজ বনি আমিন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ভোলার সাধারণ সম্পাদক মোঃ হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে ভোলায় পর্যাপ্ত গ্যাস মজুদ থাকা সত্ত্বেও ভোলার মানুষ গ্যাসের ব্যবহার থেকে বঞ্চিত করার অভিযোগ করে বলা হয়েছে যে বিগত সরকার ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ, ভোলাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী ভোলা পৌর এলাকায় ৫০ কিলোমিটার পাইপলাইন বসানোর মাধ্যমে ২৫০০ পরিবারকে সংযোগ দেওয়া হয়েছিল। পরে তদানীন্তন জ্বালানি প্রতি মন্ত্রী নসরুল হামিদের বিপুর চক্রান্তে ভোলার গ্যাস সংযোগ প্রদান বন্ধ হয়ে যায় এবং নসরুল হামিদের ব্যক্তিগত স্বার্থে সুন্দরবন কোম্পানিকে ইন্ট্রাকোর সাথে অসম চুক্তি করতে বাধ্য করে। চুক্তি অনুযায়ী ইন্ট্রাকো কোম্পানি গত জানুয়ারি মাস থেকে সিএনজি আকারে ভোলার গ্যাস ভোলার বাহিরে নিয়ে বিক্রি করেছে। নসরুল হামিদের চক্রান্তে ও স্বার্থে করা সুন্দরবন- ইন্ট্রাকো চুক্তি বাতিল করে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান, ভোলার গ্যাস দিয়ে ভোলাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে কতিপয় যৌক্তিক দাবি জানানো হয়। স্মারকলিপি আরো বলা হয় যে প্রতিবছর ভোলা থেকে ৫ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য ভোলার বাইরে যায়। ভোলার মেঘনা তেঁতুলিয়া থেকে মৎস্য সম্পদ ভোলা থেকে বাহিরে যায়। ভোলা থেকে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাহিরে যায় অথচ জেলা ভোলার ২০ লক্ষ মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। তাই গ্যাস বাহিরে নেবার আগে ভোলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ, ভোলায় বৃহৎ সারকারখানাসহ ভোলায় ইপিজেড স্থাপন, ভোলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ভোলার গ্যাস দিয়ে ভোলা, বরিশাল, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবি জানানো হয়।
এই দাবি নিয়ে আগামী ১৯ অক্টোবর ২৪ই ভোলার বাংলা স্কুল মাঠে বৃহৎ সমাবেশ ও সমাবেশ শেষে বিক্ষোভ কর্মসূচি নেয়া হয়েছে বলে জানা যায়।