ভোলা প্রেসক্লাবের ৫ সদস্যর আহবায়ক কমিটি গঠন, তুহিন আহবায়ক ও আফজাল সদস্য সচিব

ভোলার কথা
নিউজ ডেস্ক সম্পাদক
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪

নিউজ ডেস্কঃ

আহাদ চৌধুরী তুহিনকে আহ্বায়ক এবং আফজাল হোসেনকে সদস্য সচিব করে ভোলা প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছ। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে নবগঠিত আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির অন্যরা হলেন, কোষাধ্যক্ষ এম হেলাল উদ্দিন এবং সদস্য (১) মোকাম্মল হক মিলন ও সদস্য (২) মো: মোতাছিন বিল্লাহ।

বুধবার বিকালে ক্লাব মিলনায়তনে আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সদস্য সচিব আফজাল হোসেন, কোষাধ্যক্ষ এম হেলাল উদ্দিন, সদস্য মোকাম্মেল হক মিলন, সদস্য মো: মোতাছিন বিল্লাহ।

পরিচিতি সভায় বক্তারা বলেন, সম্প্রতি ভোলা প্রেসক্লাব নিয়ে সংবাদকর্মীদের মধ্যে এক ধরণের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল। একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তি ছড়াচ্ছিল। আজ নবগঠিত এই আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সকল বিভেদ ও বিভ্রান্তির অবসান হল। ইতোপূর্বে যাদের সদস্য পদ বাতিল কিংবা স্থগিত করা হয়েছিল তাদের সকলকে সসম্মানে সদস্য পদ ফিরিয় দিয়ে নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ক্লাবের সকল সদস্যকে নিয়ে একটি অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ২০২৫-২০২৬ সালের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবে। এসময় উপস্থিত সদস্যবৃন্দ নতুন কমিটিকে স্বাগত জানান।

উল্লেখ্য. ক্লাবের ৩৯জন সদস্যের মধ্যে ৩২জন সদস্যের সম্মতিতে গত ১ সেপ্টেম্বর ২০২৩-২০২৪ সালে কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহাদ চৌধুরী তুহিনকে আহবায়ক এবং আফজাল হোসেনকে সদস্য সচিব করে ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।