লালমোহনে ব্যবসায়ীর বসতঘরে চুরি
লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলায় খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে ব্যবসায়ীর বসতঘর থেকে স্মার্টফোন, নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে লালমোহন বাজারের সিটি কম্পিউটারের মালিক ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ণ পাড়ার বাসিন্দা মো. আরিফুর রহমানের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরচক্র বিভিন্ন ব্রান্ডের সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ২০টি স্মার্টফোন, নগদ পৌনে ৩ লাখ টাকা এবং প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
ব্যবসায়ী আরিফুর রহমান জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সকলে মিলিয়ে ঘুমিয়ে পড়েন তারা। গভীর রাতের দিকে জানালার গ্রিল ভেঙে চোরচক্র ঘরের মধ্যে হানা দেয়। তারা ঘরের ভেতরে ঢুকে বিভিন্ন ব্রান্ডের বেশকিছু স্মার্টফোনের মধ্য থেকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ২০টি ফোন, নগদ পৌনে ৩ লাখ টাকা এবং প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। রাতের খাবারের সঙ্গে আগ থেকেই ওই চোরচক্র ওঁৎ পেতে থেকে নেশাদ্রব্য মিশিয়ে রাখায় ঘটনার সময় কিছু টের পাননি বলে ধারণা এই ব্যবসায়ীর।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।