যৌথবাহিনী অভিযান নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

ভোলার কথা
ভোলা প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪

ভোলা প্রতিনিধিঃ

ভোলা শহরের কাঁচাবাজার এলাকার জাল পট্টিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। এসময় অবৈধ জাল বিক্রীর দায়ে দুই ব্যবসায়ীর ১০ হাজার পাঁচশ টাকা জরিমানা ও একটি দোকান সিলগালা করা হয়।

বুধবার দুপুরে শহরের জালপট্টিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ এর নেতৃত্বে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়। এ সময় মেসার্স আরাফাত কটন ও মেসার্স সিকদার টেডার্স থেকে ৩৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্ধ করে। নিষিদ্ধ জাল বিক্রীর দায়ে আরাফাত কটনের মালিক ওবায়দুল হক ১০ হাজার টাকা ও হেলাল উদ্দিন নামের একজনের ৫শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। মালিক পক্ষের কাউকে না পাওয়ায় সিকদার টেডার্স নামের দোকানটি সিলগালা করে দেয়া হয়। আর জব্দকৃত জাল আগুনো পুড়িয়ে ধংস করা হয়।