দৌলতখানে মাছের পোনা বিতরণ ও অবমুক্ত

ভোলার কথা
আশরাফ উদ্দিন, দৌলতখান প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪

আশরাফ উদ্দিন, দৌলতখান প্রতিনিধিঃ

ভোলার দৌলতখানে মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত ও মৎস্য চাষীদের মাছে মাছের পোনা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মাহফুজ হাসনাইন জানান, দৌলতখানের বিভিন্ন পুকুরে ২৮৫.৭২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এসময় উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার, যুবদল নেতা বাবু, হাসনাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।