নির্ভয় টীম ভোলার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে

ভোলার কথা
নাদিয়া হাওলাদার মিষ্টি সম্পাদক
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২৪

নাদিয়া হাওলাদার মিষ্টিঃ

নির্ভয় টীম ভোলার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বন্যাকবলিত এলাকায় এই খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, নির্ভয় টিমের জেলার সমন্বয়ক তাছকিনা মেহজাবীন অধরা, সহ-সমন্বয়ক মেহেদি হাসান মাহি, ইমাম হোসাইন, সদস্য মোহাম্মদ শিহাব, তাহসিনা ইসলাম তাসু, আহমেদ জাবের, সাজ্জাতুল ইসলাম রিসাত, সাইফুল ইসলাম, নাঈমুল আলম শান্ত, আবির ইসলাম ও সিয়াম।

জেলা সমন্বয়ক তাসকিনার মেহজাবিন অধরা জানান, সামর্থ্য অনুযায়ী তারা ৫০ প্যাকেট খাবার বিতরণ করেছেন। এই খাবার দিতে পেরে তারা অনেক খুশি। আগামী দিনে যাতে নির্ভয় টিমের পক্ষ থেকে সাধারণ মানুষকে সহযোগিতা করতে পারে সে জন্য সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।