জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিনামূলে চিকিৎসা সেবা, ওষুধ ও ত্রাণ সহায়তা দিয়েছে নৌ বাহিনী
নাদিয়া হাওলাদার মিষ্টিঃ
ভোলায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিনামূলে চিকিৎসা সেবা, ওষুধ ও ত্রাণ সহায়তা দিয়েছে নৌ বাহিনী। রোববার (২৫ আগস্ট) বিকালে সদরের রাজাপুর ইউনিয়নের কন্দকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রাণ দেয়া হয়। নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সহায়তা তুলে দেন দুর্গত মানুষের হাতে। এ সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম ভূইয়া উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল চাল, চিরা, চিনি, বিশুদ্ধ পানি ও স্যালাইনসহ জরুরি ওষুধ। গত কয়েকদিন ধরে রাজাপুর ইউনিয়নেনন সাত ৭ গ্রামসহ অন্তত ১৫ টি গ্রামের বাঁধের বাইরের অসংখ্য পরিবার জোয়ারের পানির দুর্ভোগ পোহাচ্ছিলেন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এমন অবস্থায় ত্রাণ পেয়ে হাসি ফুটেছে দুর্গত পরিবারে।