এমরান ও ফয়সালকে সভাপতি সম্পাদক করে বোরহানউদ্দিন প্রেসক্লাবের নবগঠিত কমিটি

ভোলার কথা
নাদিয়া হাওলাদার মিষ্টি, বৃষ্টি সম্পাদক
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৪

নাদিয়া হাওলাদার মিষ্টি, বোরহানউদ্দীনঃ

অদ্য ১৩/০৮/২০২৪ইং রোজ মঙ্গলবার ভোলার বোরহানউদ্দিন প্রেসক্লাব কমিটি গঠন করা হয়।
এমরান হোসেনকে(রিপোর্ট এক্সপ্রেস) সভাপতি ও ফয়সাল উদ্দিনকে(দৈনিক মানবজমিন)সম্পাদক করে উক্ত বোরহানউদ্দিন প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

বিগত সোমবার রাতেই নিজ কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নীল রতন দে (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি সাইফুল ইসলাম আকাশ (আজকের পত্রিকা), মো. আল-আমিন (আজকালের সংবাদ), রনি ইসলাম (দৈনিক আমাদের বাংলা), যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান (আমার সংবাদ), মো. সোহেল (দৈনিক খবরপত্র), সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ ফরাজী (ঢাকা ক্যানভাস), সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হোসেন অনিক (আলোকিত প্রতিদিন), এইচ. এ. শরীফ (কালবেলা), ক্যাশিয়ার মো. নুরনবী (আলোচিত কণ্ঠ), আশিকুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক (ভোলা টাইমস), দপ্তর সম্পাদক মিজানুর রহমান (ভোরের দর্পণ), প্রচার সম্পাদক হোসেন , কার্যকরী সদস্য শফিকুল ইসলাম (ভোলা প্রকাশ), ফাহাদ আহমেদ ও আকতার হোসেন।
উক্ত কমিটির সমাপনীতে সভাপতি সম্পাদকদের বক্তব্যের সারসংক্ষেপ হলো, আমরা পরস্পর ভাই, সবাই সবার ভাল মন্দ খোলাখুলি আলোচনা করবো।প্রতিটা প্রেসক্লাব যদি সুন্দর ও সুশৃঙ্খল একটা পথে চলতে থাকে আর নিজেদের ত্রুটি-দুর্বলতাগুলো নিয়ন্ত্রন করে চলতে পারে তবে সেই সব প্রেসক্লাবের সফলতা কেউ ঠেকাতে পারবেন না।