বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভোলার দৌলতখানে নিহতদের কবর জিয়ারত করেছেন বিএনপি’র নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টারঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভোলার দৌলতখানে নিহতদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
১২ আগস্ট সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ভোলার দৌলতখান’র শাহীন, রিয়াজ ও নাহিদের কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পরে এক সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, সংঘাত এড়িয়ে আমাদেরকে এখন দেশ উন্নয়নে সবাই এক যোগে কাজ করতে হবে। আপনারা কোনোরকম ভাঙচুর অগ্নিসংযোগসহ এসব ঘটনার সঙ্গে জড়িত না হওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কোনো প্রকার সংঘাত করা যাবে না, কোনো জানমালের ক্ষয়ক্ষতি করা যাবে না। তার নির্দেশ আপনাদেরকে মেনে চলতে হবে।
এসময় তিনি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহীমের প্রশংসা করেন।
এসময় বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুস রহমান, দৌলতখান উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক মিয়া, সহ-সভাপতি নিজামউদ্দিন ভুঁইয়া, পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন কাকন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামাল সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।