ভোলা সদর হাসপাতাল ও দালালে ভর্তি ভোলা সদর হাসপাতাল
ভোলা, প্রতিনিধিঃ
আজ ১১ ই আগস্ট ২০২৪ তারিখ সকাল ১০ টায় ভোলা সদর হাসপাতালে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজ ও অন্যান্য কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
আরো ছিলেন, বিভিন্ন পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সরজমিনে হাসপাতাল মনিটরিং এ বিভিন্ন ধরনের অনিয়ম ও কারচুপি লক্ষ করা যায়। আর তা হলোঃ
১.সময়মতো রাউন্ডে ডঃ না আসা
২.এক ওয়ার্ডে একজন নার্স
৩.ডাঃ ও নার্সের প্রয়োজনের চেয়ে কম
৪.অফিস টাইমে ও ডাক্তার রা বাইরে চেম্বার করেন।
৫.প্রত্যেক ওয়ার্ডে তেলাপোকা ও ময়লা।
৬.অপরিস্কার বেডে গাইনী রোগী ও শিশু ওয়ার্ডে শিশুদের রাখা হয়।
৭.আলট্রাসনোগ্রামের মেশিন নস্ট
৮.শিশু ও নারী ওয়ার্ডে নার্সের স্বল্পতা।
মনিটরিং এর সময় সমন্বয়কারী শিক্ষার্থীদের সহযোগিতা করেন, এডভোকেট মোঃ আরিফ হোসেন জর্জ কোর্ট ঢাকা,এডভোকেট মোঃ মাহবুব আলম জর্জ কোর্ট ভোলা, শুভ্র প্রসাদ( অর্থপেডিক বিশেষজ্ঞ )
ভোলা সদর হাসপাতাল ও ডাঃ গোলাম রাব্বী চৌধুরী সাক্ষর (মেডিকেল অফিসার)