ভোলায় দিনে-দুপুরে সন্ত্রাসী হামলা

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

ভোলা সদর উপজেলা উঃ দিগলদি ৫ নং ওয়ার্ড এ গত ৭ আগস্ট (বুধবার) বেলা ১ টা ৩০ মিনিটের সময় ঐ এলাকার রবিন সিকদার এর নতৃত্বে, তাজল বিশ্বাস, রুহুল আমিন, আলাউদ্দিন, রাহাদ, নয়ন, সহ প্রায় ৫০ থেকে ৬০ জন সন্তাসী বাহিনী কবির মৃধার বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে সম্পূর্ণ ঘর পুড়ে যায়,

এতে বসত ঘরে থাকা সকল মালামাল ঘরের পাশে গাছ গাছরা ও পুঁড়ে ছাই হয়ে যায়।

এর আগে কবির মৃধার স্ত্রী, ছেলের বউ এবং দুই বাচ্চা এদেরকে এলোপাতারি পিটিয়ে হাত-পা বেঁধে রাখে , ঘরে থাকা স্বর্ণ অলংকার সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় রবিন সিকদার বাহিনী গংরা।

তাই, প্রশাসনের নিকট রবির শিকদারের গংদের এই অপকর্মের শাস্তির দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার।।