ভোলায় সমন্বয়কারীরা একের পর এক সমাজ সংস্কার মূলক কাজ করে যাচ্ছে
ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসঃ
সারাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশ জুরে সমন্বয়কারীরা একের পর এক সমাজ সংস্কার মূলক কাজ করে যাচ্ছে।
সরজমিন ভোলা সরকারি কলেজ ক্যাম্পাস গেলে দেখা যায় কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এর নাদিয়া এবং অন্যান্য রা মিলে কলেজের দেয়াল লিখন কর্মসূচি পালন করে।
দেয়ালে রংয়ের মাধ্যমে তারা নতুন প্রজন্মের স্বপ্ন ও শক্তি কে তুলে ধরেছেন।নতুন প্রজন্ম এই ভাবে দেশকে সংস্কার করবে এবং বাংলাদেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করবে। এটাই তাদের দৃঢ় শপথ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ভোলা জেলা শাখা কর্তৃক জরুরি নির্দেশনা
এসময়, সমন্বয়কারী নাদিয়া হাওলাদার মিস্টি, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ জানান, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে,সাধারণ শিক্ষার্থী, বিএনসিসি, স্কাউড, রেডক্রিসেন্ট সহ সেচ্ছাসেবী সংগঠন গুলো সড়ক ট্রাফিকিং, বাজার মনিটরিং সহ নানা ধরনের যুগোপযোগী কাজ ও সেবা দিয়ে যাচ্ছে।
আরও লক্ষ্য করি তাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ভোলা জেলা শাখা। যা সত্যিই প্রশংসনীয় ও বটে।
আজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সকলকে উক্ত সেচ্ছাসেবী সংগঠন, সাধারণ শিক্ষার্থীদের সাথে সমন্বয় বা যুক্ত হয়ে সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেয়া গেলো।
সেবামূলক কাজ হিসেবে
১।রাস্তা মনিটরিং, ট্রাফিকিং এ দায়িত্বে থাকা ব্যক্তিদের সহায়তা করা।
২।বাজার মনিটরিং এবং হাসপাতাল সহ বৈষম্য কিংবা অসহিষ্ণুতার সম্মুখ হলে তা শক্ত হাতে রোধ এবং আগামীর দিকনির্দেশনা প্রদান করা।
৩।যেকোনো ধরনের অরাজকতা, চাঁদাবাজির খবর পেলে, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ও সাধারণ শিক্ষার্থী, জনতাকে সঙ্গে নিয়ে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলা।
স্পট
১.ভোলা সদর-(বাংলা স্কুল মোড় হতে বরিশাল দালান পরিদর্শন)
২.ইলিশা চত্তর
৩.গার্লস স্কুল মোড়
৪.নতুন বাজার
৫.বরিশাল দালান
৬.বাংলা স্কুল মোড়
৭.মোস্তফা কামাল বাসস্ট্যান্ড
৮.যুগিরঘোল
তিনি ভোলার কথা.কম কে আরো জানান আগামীকাল সকলেই সর্বনিম্ন ৩ জন/ সর্বোচ্চ ৮+ জনের সংঘবদ্ধ গ্রুপ করবেন এবং দায়িত্বরত সকলের সাথে যোগাযোগের মাধ্যমে ভিন্ন ভিন্ন সেবামূলক কাজে সংযুক্ত হবেন।
আজ ভার্চুয়াল মিটিংকালে এমনই নির্দেশনা প্রদান করে, জেলার সিনিয়র সমন্বয়করা।